বাগেরহাটে বিজয়া দশমীর দিনে ভয়াবহ চুরি সংঘঠিত হয়েছে।
উপজেলার গোটাপাড়া গ্রামের ওয়ার্কসপ ব্যবসায়ী পল্লব হালদারের বাড়িতে মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোস্তাফিজ সেখ নামে একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।
জানা গেছে, সন্ধ্যায় ঘরে তালা দিয়ে পল্লব হালদারসহ তার পরিবারের সদস্যরা বাড়ির পাশের পূজামণ্ডপে যান। আনুমানিক রাত ৮টা থেকে ৯টা টার মধ্যে অজ্ঞাত চোরে ওই বসতবাড়ির জানালা ভেঙ্গে প্রবেশ করে ঘরে থাকা নগদ আড়াই লাখ টাকা ও প্রায় পাঁচ ভরি সোনা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় অভিযোগ করা হয়েছে।
পল্লব হালদার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাকে বিসর্জন দিতে ঘরে তালা দিয়ে স্ব-পরিবারে মণ্ডপে যায়। প্রতিমা বিসর্জন শেষে বাড়ি ফিরে দেখি ঘরের জানালা ভাঙ্গা। ঘরের আলমারিসহ সব কিছু তছনছ করা। ব্যাংক বন্ধ থাকায় ওয়ার্কশপের মালামাল ক্রয়ের জন্য অগ্রীম আড়াই লাখ টাকা তুলে ঘরে রেখেছিলাম। যা চোরে নিয়ে গেছে। এছাড়া প্রায় পাঁচ ভরি সোনা নিয়ে গেছে। ধারণা করছি রাত ৮ টা থেকে ৯ টার মধ্যে চোরেরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশের তদন্ত চলছে। বুধবার (২৫ অক্টোবর) সকালে ওই এলাকার আব্দুর রহিম শেখের ছেলে মোস্তাফিজ সেখ নামে একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।
স্বাআলো/এসসএস