জাতীয়

ফের বাড়তে পারে গরম

ঢাকা অফিস | May 6, 2025

দেশজুড়ে কয়েক দিনের বৃষ্টিপাতের স্বস্তি শেষে আবারো তাপপ্রবাহের মুখোমুখি হতে পারে বাংলাদেশ।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল দিয়ে নতুন করে তাপপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৭ এপ্রিলের পর থেকে টানা বৃষ্টিপাতের কারণে দেশজুড়ে তীব্র গরমের ভাব অনেকটাই কমে এসেছিল। তবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, এই স্বস্তি বেশিদিন স্থায়ী নাও হতে পারে। তার মতে, বৃহস্পতিবার নাগাদ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়ে ধীরে ধীরে তা অন্যান্য অঞ্চলেও বিস্তার লাভ করতে পারে। তবে, তাপপ্রবাহের পূর্বাভাসের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

যশোরসহ ১২ জেলায় তাপপ্রবাহ, ঝড়-বৃষ্টির আভাস

এদিকে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে কুষ্টিয়া, যশোর ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা ও সিলেট বিভাগের দু-একটি জায়গায়। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের বেলায় রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ (মঙ্গলবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।

তাপপ্রবাহের এই নতুন পূর্বাভাসে গরমের অস্বস্তি আবার বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo