লিটন ঘোষ জয়, মাগুরা: জেলায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় রিনা ইসলাম (৪৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুন) মাগুরা-ঝিনাইদহ সড়কের সাইত্রিশ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিনা ইসলাম মাগুরা সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য নূর ইসলামের স্ত্রী।
মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গৌতম চন্দ্র মণ্ডল জানান, ঝিনাইদহ সড়কের সাইত্রিশ বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় রিনা ইসলামকে একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে।
স্বাআলো/এস