বেনাপোল (যশোর) প্রতিনিধি: জেলার শার্শা আমলাই গ্রামে গলায় ধারালো দা দেখিয়ে এক গৃহবধূকে (২১) ধর্ষণের অভিযোগে উঠেছে।
উপজেলার আমলাই গ্রামে ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটলেও পুলিশ জেনেছে শনিবার (৯ মার্চ) বলে গোগা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বীকার করেন।
ধর্ষক ঈমাম হোসেন (২৮) উপজেলার আমলাই গ্রামের বাসিন্দা।
গৃহবধূর বলাতে তার শাশুড়ি বলেন, বৃহস্পতিবার রাতে আমরা বাড়ির সবাই ওয়াজ মাহফিল শুনতে যাই। বউমা অসুস্থতা বোধ করার সে ওয়াজ মাহফিল শুনতে না গিয়ে ঘরের দরজা আটকে শুয়ে ছিলো। রাত ১০টার দিকে অভিযুক্ত ঈমাম প্রথমে বাড়ির সামনের লাইট ভেঙে ফেলে পরে ঘরের দরজার সিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে । এসময় সে আমার বউমার গলায় ধারালো দা ধরে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার গৃবধূর পরিবারের লোকজন আমার কাছে এসেছিলো আমি তাদের আইনের আশ্রয় নিতে বলি।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মনিরুজ্জামান বলেন, শনিবার ঘটনাটি জানার পর এসআই ছলিমুল হক সহ পুলিশের একটি টিম পরিবারের বাড়ি পাঠানো হয়েছে। এসআই ছলিমুল হক জানান ঘটনা স্থলে যাবার পর অনেক তথ্য বেড়িয়ে এসেছে পরিবারের সদস্যরা থানায় এসেছে মামলা প্রক্রিয়াধীন।
স্বাআলো/এসআর