কুড়িগ্রামে রৌমারী থেকে নিখোঁজের ১৭ দিন পর নারী পাচারকারী চক্রের সদস্যের ফাঁদ থেকে এক গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দুপুরে জয়দেবপুর থানার হোতাপাড়া ফুটওভার ব্রিজ থেকে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর গৃহবধূ নিখোঁজ হন। তার বাবা ৫ অক্টোবর রৌমারী থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। মূলত গৃহবধূ স্বামী ও পরিবারের সঙ্গে ঝগড়া করে পোশাক কারখানায় চাকরির উদ্দেশ্যে গাজীপুরে রওনা হন। গাজীপুরে মাওনায় বাস থেকে নেমে নারী পাচারকারী সদস্য মাকসুদা বেগমের সঙ্গে পরিচয় হয়। পরে মাকসুদা বেগম থাকা খাওয়ার ব্যবস্থাসহ কারখানায় চাকরির ব্যবস্থা করে দেন।
সম্প্রতি গৃহবধূকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জর্ডানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলেন মাকসুদা। তার ফাঁদে পড়ে পাসপোর্টের আবেদনও করেন তিনি। বিষয়টি পাসপোর্ট ভেরিফিকেশনে রৌমারী থানার সদস্যের নজরে আসে। পাসপোর্ট ভেরিভিকেশনকারী অফিসারের সহায়তায় রৌমারী থানা পুলিশে ভুক্তভোগীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রুহুল আমীন বলেন, নারী পাচারকারী চক্রটি কৌশলে মেয়েটিকে পাচারের পরিকল্পনা করেছিলো। পরবর্তীতে নিখোঁজ জিডি ও পাসপোর্ট ভেরিফিকেশন সঠিকভাবে অনুসন্ধান করার কারণে ভিকটিমকে পাচারের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে পুলিশ।
স্বাআলো/এসএস