যশোর

যশোরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘাতক আটক

| April 24, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরে খাদিজা খাতুন ওরফে মিতু (৩০) কর্মকারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ এপ্রিল) দেয়াড়া ইউনিয়নের মঠবাড়িয়া বুকভরা বাওড় থেকে লাশ উদ্ধার করা হয়।

ওই নারীকে তার সাবেক স্বামী তন্ময় ভদ্র ওরফে নিলয় শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ।

জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ঘটনার সাথে জড়িত তন্ময় ভদ্র ওরফে নিলয়কে করেছে।

আটক তন্ময় ভদ্র ওরফে নিলয় সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দামুদর হেলাতলা গ্রামের বাসিন্দা।

খুলনায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিহত খাদিজা খাতুন ওরফে মৃত্যু সাতক্ষীরা জেলার তালা উপজেলার ধানদিয়া চৌরাস্তা মোড়ের আজগার আলীর মেয়ে।

জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি কুমার সরকার বুধবার একপ্রেস ব্রিফিংয়ে একথা বলেন।

রুপন কুমার সরকার বলেন, নিহত খাদিজা ওরফে মিতু একজন মাদকসেবী, মাদক ব্যবসায়ী ব্ল্যাকমেইলর। তার কাজই বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়া। তন্ময় ভদ্রের সাথে বছর দুই আগে মুসলমান থেকে হিন্দু হয়ে বিয়ে করে। বিয়ের পরে তন্ময়কে প্রতাণার ফাঁদে ফেলে তিন লাখ টাকা হাতিয়ে নিয়ে ওই দম্পতি হয়ে যায়। পরে আবার প্রতারণার ফাঁদে ফেলে।

একপর্যায়ে তন্ময় মিতুকে মঙ্গলবার রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে আসে বুক ভরা বাওড়ে। রাতেই শ্বাসরোধ করে মিতুকে হত্যা করে। জেলা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে তন্ময়কে আটক করেছে।

জানতে চাইলে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত একেএম শফিকুল আলম চৌধুরী বলেন নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick