ঢাকা অফিস: এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে ১৬ হাজার ২৭০ জন শিক্ষার্থী অনুপস্থিত এবং ৫৯ জনকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, আজ ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আটটি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলো ১০ লাখ দুই হাজার ৬৮৫ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলো ১২ হাজার ৪৫৯ জন। অসদুপায় অবলম্বনের দায়ে ৪৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
এইচএসসির স্থগিত চার বিষয়ের নতুন রুটিন দিলো সিলেট বোর্ড
মাদ্রাসা শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিলো ৭৮ হাজার ৪৬৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলো তিন হাজার ৩৩০ জন। তবে, কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি।
এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিলো এক লাখ তিন হাজার ৬৪৬ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলো ৪৮১ জন। বহিষ্কার হয়েছে ১৬ জন।
উল্লেখ্য, বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, ওই বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত রয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ১১ জুলাই শুরু হবে।
স্বাআলো/এস