জেলা প্রতিনিধি,পটুয়াখালী: অন্যের বউ ভাগিয়ে নেয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা শিরোনামে সংবাদ প্রকাশের জের ধরে সময় টেলিভিশন পটুয়াখালীর ষ্টাফ রিপোর্টার, পটয়াখালী প্রেসক্লাবের সদস্য মনির হোসেন বাদলকে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে দায়েরকৃত মামলায় আসামী করায় তীব্র নিন্দা, প্রতিবাদ, মামলা প্রত্যাহারসহ, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন এবং সাংবাদিক হয়রানি বন্ধের দাবীতে মানব বন্ধন করেছে গনমাধ্যম কর্মীরা।
সোমবার (৮ জুলাই) ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাবের আযোজনে পটুয়াখালী প্রেসক্লাবের সদর রোডস্থ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত ঘন্টা ব্যাপী মানব বন্ধনে অংশগ্রহন করেন পটুয়াখালী প্রেসক্লাবের প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, জাকির হোসেন, সহ-সভাপতি অ্যাড. সোহরাব হোসেন, সাবেক সাধারন সম্পাদক জালাল আহম্মেদ, মুফতি সালাহউদ্দিন, মুজাহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ।
ঝিনাইদহ আ.লীগের সম্পাদক মিন্টু আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
বক্তারা বলেন, বাউফলে স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে যুবলীগ নেতা আরিফুজ্জামান খান রিয়াদের বিরুদ্ধে আদালতে মামলা করেন জনৈক মাইনুল ইলসাম। সেই মামলার সূত্র ধরে মনির হোসেন বাদল সময় সংবাদের অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করায় তাকে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে দায়েরকৃত মামলায় আসামি করা হয়। সাংবাদিক হয়রানীর এ ঘৃন্য ষড়যন্ত্রের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সুষ্ঠ তদন্ত, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন এবং মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
দ্রুত সময়ের মধ্যে মনির হোসেন বাদলকে এ মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদান করা না হলে কলম বিরতিসহ আরো কঠোর কর্মসূচী গ্রহনের আলটিমেটাম দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
স্বাআলো/এস/বি