খুলনা বিভাগ

সাংবাদিক মনির মুক্তির দাবিতে মানববন্ধন

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি | September 28, 2025

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে যশোরের শার্শা উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক মনিরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার দ্রুত মুক্তির দাবি জানান। একইসঙ্গে তারা ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমের অপসারণেরও দাবি তোলেন।

মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম। এছাড়া শার্শা, বাগআঁচড়া ও বেনাপোলে কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক ব্যানার হাতে এই মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিক মনিরুল ইসলাম মনির দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীক সাংবাদিকতা করে আসছেন। তার লেখনী সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল। পেশাগতভাবে হয়রানির উদ্দেশ্যেই একটি সাজানো মামলায় তাকে জড়ানো হয়েছে। তারা অভিযোগ করেন, শার্শা থানার ওসি কোনো প্রকার তদন্ত ছাড়াই সাংবাদিক মনিরকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন। এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা ওসির অপসারণ দাবি করেন।

উপস্থিত সাংবাদিকরা বলেন, একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দিয়ে হয়রানিপূর্বক মনিরকে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অন্যায়, মিথ্যা ও ভিত্তিহীন মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শহীন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বেনাপোল প্রেস ক্লাবের সহসভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক বকুল মাহাবুব, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক আনিসুর রহমান, দৈনিক ইত্তেফাকের কাজী শাহজাহান সবুজ, সমকালের সাজেদুর রহমান, এসএ টিভির নাসির উদ্দীন, এশিয়ান টিভির মিলন হোসেন, বাংলাটিভির আরিফ হোসেন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক আয়ূব হোসেন পক্ষী, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের কাছে সাংবাদিক মনিরুল ইসলাম মনিরের নিঃশর্ত মুক্তির দাবিতে একটি স্মারকলিপি জমা দেয়া হয়।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা দায়ের করে। এরপর পুলিশ কোনো তদন্ত ছাড়াই তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

স্বাআলো/এস

Shadhin Alo