পটুয়াখালীতে দুর্নীতি প্রতিরোধে র্যালি, মানববন্ধন, আলোচনা সভা
জেলা প্রতিনিধি,পটুয়াখালী: সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে দুর্নীতি প্রতিরোধে র্যালি, মানববন্ধন, বিতর্ক প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুদক সমন্বিত জেলা কার্য়ালয়,পটুয়াখালী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজনে সকাল ৯টায় জেলা প্রশাসক এর নেতৃত্বে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। দুর্নীতি প্রতিরোধে গনসচেতনতা সৃষ্টির লক্ষে পরে সেখানে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টায় শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর হল রুমে এক বিতর্ক প্রতিযোগিতা , আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাফর আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ এর সঞ্চালনে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয় এর উপ-পরিচালক মামুনুর রশিদ চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান, দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয় এর সহকারী পরিচালক রাসেল রনি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শিরিন নাহার, সদস্য জহিরুল ইসলাম,মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রাইজমানি তুলে দেয়া হয়।
স্বাআলো/এস