জেলা প্রতিনিধি, পটুয়াখালী: কোটারিরোধী আন্দোলনে নারী কোটা নিয়ে কটুক্তিমূলক বক্তব্য ও দেশে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ঘন্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন সম্মিলিত নারী সমাজ এর পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার (১৭ জুলাই) সম্মিলিত নারী সমাজ এর পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ এর আয়োজেনে বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালিন সময় বক্তব্য রাখেন পটুয়াখালী -১ আসনের সাবেক সংরক্ষিত সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন,জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান,সহ-সভাপতি শাজাহান খান প্রমুখ।
কোটারিরোধী আন্দোলনে নারী কোটা নিয়ে কটুক্তিমূলক বক্তব্য ও দেশে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ঘন্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে শত শত সম্মিলিত নারী সমাজ এর পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস/বি