Uncategorized

পটুয়াখালীতে কৃষকদের মানববন্ধন

| May 19, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলাতে অবৈধভাবে বালি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভূমিহীন মুক্তিযোদ্ধা কৃষকবৃন্দ।

রবিবার (১৯ মে) পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার রাঙ্গাবালী উপজেলার চরলতা মৌজায় ভূমিহীন মুক্তিযোদ্ধাদের বরাদ্দকৃত জমিতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু কাটার প্রতিবাদে এবং অবৈধভাবে বালু কাটা দস্যুদের বিচার দাবিতে চরলতা মৌজার বরাদ্দ প্রাপ্ত ভূমিহীন মুক্তিযোদ্ধা কৃষকদের মানববন্ধনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আঃ বারেক মৃধা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ হাওলাদার, বীরমুক্তিযোদ্ধা ছাত্তার হাওলাদার, বীরমুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন দুলাল, মুক্তিযোদ্ধার সন্তান মোশারেফ হোসেন ও মুক্তিযোদ্ধার সন্তান আঃ রব খান প্রমুখ।

বক্তারা সরকার কর্তৃক বরাদ্দ প্রাপ্ত মুক্তিযোদ্ধা কৃষকদের জমি অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু কাটা বন্ধ এবং বালু কাটা দস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি করেছেন।

পরে মানববন্ধনে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করেছেন।

স্বাআলো/এস

Debu Mallick