নিজস্ব প্রতিবেদক: যশোরে পুলিশ ফাঁড়ির ভেতরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তাফিজুর রহমান মুকুলকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন আইনজীবীরা।
মঙ্গলবার (১১ জুন) জেলা আইনজীবী সমিতির-১ নম্বর ভবনের সামনে এই প্রতিবাদ সমাবেশ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
সমাবেশে আইনজীবীরা বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর পিপি মোস্তাফিজুর রহমান মুকুল একজন সরকারি আইন কর্মকর্তা। তাকেই জেলা আওয়ামী লীগের সভাপতির হাতে মারধরের শিকার হতে হয়েছে। একজন আইন কর্মকর্তার গায়ে হাত দিয়ে আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন উদ্ধত্য দেখিয়েছেন। এ কাজের মাধ্যমে তিনি ফৌজদারি অপরাধী হিসেবে নিজেকে শনাক্ত করেছেন।
যশোরে আইনজীবীকে মারধর, আ.লীগ সভাপতি মিলনসহ ২ জনের বিরুদ্ধে মামলা
আইনজীবী নেতৃবৃন্দ আরো বলেন, পুলিশ ফাঁড়ির মধ্যেই একজন আইন কর্মকর্তাকে লাঞ্ছিত করা হবে, মারধর করা হবে। এটা কারো কাম্য নয়। এ আঘাত একজন আইনজীবীর গায়ে লাগেনি। পুরো দেশের আইনজীবীদের অস্তিত্বে আঘাত হেনেছ। এ ঘটনায় দোষী ব্যক্তির সুষ্ঠু বিচার হতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে।
এছাড়া, এ ঘটনায় আদালতে আজই মামলা করা হবে বলে জানান জেলা আইনজীবীর সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট।
যশোরে পুলিশ ফাঁড়ির মধ্যে পিপি মুকুলকে পেটালেন আ.লীগ সভাপতি মিলন
মানববন্ধনে বক্তব্য রাখেন, যশোরের জেলা ও দায়রা জজ আদালতের পিপি এম ইদ্রিস আলী, সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট।
মানববন্ধন পরিচালনা করেন. জেলা আইনজীবী সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু।
উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী রফিকুল ইসলাম, সেতারা বেগম, নজরুল ইসলাম বকুল, সৈয়দ কবীর হোসেন জনি, আমিনুর রহমান হিরু ও সাজ্জাদ মোস্তফা রাজা প্রমুখ।
স্বাআলো/এস