চৌগাছায় মানবপাচার প্রতিরোধে রেফারেল নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে মানবপাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ে রেফারেল পাথওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) রূপান্তরের আশ্বাস প্রকল্পের আওতায় চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা মাহমুদা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রধান শিক্ষক কামাল আহমেদ বিশ্বাস, মাওলানা গিয়াস উদ্দিন, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, এডাব যশোরের সহ-সভাপতি নাজমুল ইসলাম, গ্রামীণ উন্নয়ন সংস্থার পরিচালক রাসেল আশরাফ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কামরুজ্জামান, সাংবাদিক টিপু সুলতান, সৌদীআরব ফেরৎ মানবপাচারের সার্বাইভার মিনা খাতুন প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিআরডিবির সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিষদ শাহী জামে মসজিদের ইমাম হাফেজ শাহজাহান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তমজিদ হোসেন, এনজিও কর্মী রাফেজা খানম, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা ইউনিয়ন ও জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য, জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সারভাইভার ও সিটিপ সদস্যবৃন্দ।

সভায় নিরাপদে বিদেশ গমনের প্রক্রিয়া, মানবপাচার প্রতিরোধে করনীয়সহ মানব পাচারের শিকার সারভাইভারদের সেবার মান উন্নয়নে করনীয় বিষয়ে আলোচনা করা হয়। রূপান্তরের প্রোগ্রাম অফিসার উজ্জল কুমার পালের সঞ্চালনায় ও প্রশিক্ষক দ্বিপঙ্কর মন্ডলের সহযোগিতায় সারভাইভারদের চিহ্নিতকরন এবং তাদের সেবা নিশ্চিতে করনীয়সহ রূপান্তর ও আশ্বাস প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রোগ্রাম সমন্বয়কারী রবিউল ইসলাম।

উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে যশোর জেলায় রূপান্তর মাঠ পর্যায়ে কাজ করছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সাতক্ষীরায় জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি জব্দ, আটক ২

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ক্ষতিকারক জেলি পুশকৃত ২১০...

ঝিকরগাছায় আ.লীগের ২ ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায়...

পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬...

বাগেরহাটে অপহৃত ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার, ৪ অপহরণকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি, বাগেরহাট: ব্যবসায়িক কাজে এসে বাগেরহাটের মোল্লাহাটে অপহৃত...