নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়া থানার একটি মানব পাচার ও দমন প্রতিরোধ আইনের মামলায় জড়িত থাকার অভিযোগ দুইজনকে আটক করেছে সিআইডি পুলিশ।
আটক আসামিরা হচ্ছে, যশোর সদর উপজেলা কিসমত রাজাপুর গ্রামের রুবেল হোসেন রাজু (৩০) ও বাঘারপাড়া উপজেলার মথুরাপুর গ্রামের রেজাউল ইসলামের রেজা (৪৫)।
উক্ত আসামিদের যশোর সিআইডি পুলিশের একটি টিম রবিবার গভীর রাতে বাঘারপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করে।
যশোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটো রাইস মিলে, নিহত ২
যশোর সিআইডি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মানব পাচারের ঘটনায় আটক আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
আসামিদের বিরুদ্ধে গত ২০২৩ সালের ১০ আগস্ট বাঘারপাড়া থানায় মানব পাচার দমন ও প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়।
স্বাআলো/এস