জেলা প্রতিনিধি, টাঙ্গাইল: জেলার ঘাটাইলে জেসমিন আক্তার জেমি নামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী মনির হোসেন ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ জুন) উপজেলার সন্ধানপুর ইউনিয়নের মাইধার চালা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত জেসমিন আক্তার মানাজি গ্রামের প্রবাসী জামাল হোসেনের মেয়ে। তাদের সোহান নামে দুই বছরের এক ছেলেও রয়েছে।
টাঙ্গাইলে মহাসড়কে ১৩ কিলোমিটার যানবাহনে ধীরগতি
পুলিশ ও স্থানীয়রা জানায়, চার বছর আগে মনিরের সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয় জেসমিন আক্তার জেমির। কিছুদিন না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। শনিবার রাতে কথা-কাটাকাটির জেরে মনিরের এলোপাতাড়ি মারধরে অসুস্থ হয়ে পড়েন জেমি। পরে রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন জেমিকে প্রথম ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়া হয়। রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
টাঙ্গাইলে সড়কে প্রাণ গেলো ৪ জনের
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, অভিযুক্ত স্বামী মনিরকে আটক করা হয়েছে। মনিরের মাকেও আমাদের হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বাআলো/এস