Uncategorized

গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

| October 5, 2024

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সেনবাগে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে।

এ সময় ১০ কেজি গাঁজা, ৪৫ পিস ইয়াবা, মাদক বিক্রয়ের নগদ ৬৩ হাজার টাকা ও মাদক কারবারে ব্যবহৃত ৯টি মোবাইল উদ্ধার করা হয়।

শনিবার (৫ অক্টোবর) অভিযান চালিয়ে কেশারপাড় ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মাদক ব্যবসায়ী বেলাল হোসেন (৪৫) ও তার স্ত্রী আফরোজা আক্তার বকুল (৩৩)।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী বেলাল হোসেনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। চলমান বিশেষ অভিযানে সেনবাগ থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছেন। ওই মামলায় আসামিদের আটক দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

স্বাআলো/এস

Debu Mallick