জেলা প্রতিনিধি, পটুয়াখালী: স্ত্রীর নামে মিথ্যা অপবাদ, বাপের বাড়ির সম্পত্তির টাকা দাবিসহ মারধর করার পরও দ্বিতীয় বিয়ের করতে না পেরে নিজের স্ত্রী নুর জাহান বেগমকে (৪০) গলা কেটে হত্যা হত্যা করেছে স্বামী নুর মোহাম্মদ মুন্সী (৪৫)।
শনিবার দিবাগত রাতে পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর গ্রামে বলইকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে ঘাতক স্বামী নুর মোহম্মদকে রবিবার (৫ জানুয়ারি) পুলিশ আটক করেছেন।
নিহত নুর জাহানের দুই ছেলে-মেয়ের মধ্যে মেয়ে রাবেয়া বেগমের বিয়ে হয়ে। ছেলে বেল্লাল মুন্সী (২৩) একই বাড়িতে বসবাস করছেন।
নিহতের ছেলে বেল্লাল জানায়, তার বাবা নুর মোহম্মদ বিভিন্ন পেশায় ছিলো। রিকশা চালাতো, নির্মাণ শ্রমিক ছিলো, আবার ইমামতিও করতেন তিনি। দীর্ঘদিন ধরে তার বাবা-মার মধ্যে দাম্পত্যের বিরোধ চলছিলো। বিরোধের একমাত্র কারন ছিলো দ্বিতীয় বিয়ে। তার মা বিষয়টি স্থানীয়দের কাছেও জানিয়েছেন। দ্বিতীয় বিয়েতে তার মা সম্মতি না দেয়ায় মা যে তার বাবা বাড়ি থেকে জমি পেয়েছে তা বিক্রি করে টাকা এনে দিতে বলে। এনিয়ে মাকে অনেক মারধরে করা হয়েছে। এক পর্যায়ে মার নামেও মিথ্যা অপবাদ দিয়ে নানাভাবে নির্যাতন করে। শনিবার বিকেলেও তার মাকে মারধর করেছেন পিতা নুর মোহম্মদ।
বেল্লাল আরো জানায়, রাতে তিনি ঘরের পাশের কক্ষে স্ত্রী নিয়ে ঘুমিয়েছিলেন। দিবাগত রাত ৩ টার দিকে বেল্লালের স্ত্রী নুপুর বেগম তার কক্ষের পাশ দিয়ে কাউকে যেন চলে যাওয়ার শব্দ পায় এবং শ্বাশুড়ির গোঙাগানি শুনে । তাৎক্ষনিক স্বামী বেল্লালকে জাগিয়ে তোলে এবং বেল্লাল তার মায়ের কক্ষে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় তার মা পড়ে রয়েছে। আসলে দ্বিতীয় বিয়ে করতে না পেরেই তাকে এভাবে জবাই করে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নুর জাহানের লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, নুরজাহানকে জবাই করা অবস্থায় পাওয়া গেছে। এসময় পাশেই রক্তমাখা ছুড়ি পড়ে ছিলো।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী নুর মোহম্মদ আটক আছে।
স্বাআলো/এস