আজাদুল হক, বাগেরহাট: জেলা রামপাল উপজেলার উজলকুড় সোনাতুনিয়া গ্রামে স্ত্রী সাথে ঝগড়া করে অভিমানে মজনু শেখ ওরফে মনু (৩৮) নামের এক ব্যাক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মজনু শেখ
সোনাতুনিয়া গ্রামের উত্তর পাড়ার আব্দুল জলিল শেখের ছেলে।
খবর পেয়ে রবিবার ( ১৪ জুলাই) পুলিশ তার লাশ উদ্ধার পুর্বক সুরতহাল করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
প্রতিবেশীরা জানায়, মজনু ওরফে মনু স্ত্রী নুর জাহানের সাথে ঝগড়া করে শনিবার রাতে বাড়ীর বারান্দায় ঘুমিয়ে পড়ে। স্ত্রী নুর জাহান বেগম ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে। রবিবার দিকে স্ত্রী নুর জাহান বেগম ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী বারান্দায় আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলে আছে।
এ সময় ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা এসে রশি কেটে মনু কে নীচে নামিয়ে দেখেন সে মারা গেছে। বিষয়টি রামপাল থানা পুলিশ কে জানালে স্থানীয় ফয়লা পুলিশ ফাড়ির এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এসে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করে। রামপাল থানার পুলিশ পরিদর্শক তদন্ত বিধান চন্দ্র দাস জানান, সেনাতুনিয়া গ্রামে মজনু ওরফে মনু নামের এক ব্যাক্তি স্ত্রীর উপর অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। আর মৃত্যুর সঠিক কারন নিশ্চিত করতে লাশ ময়না তদন্ত করতে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
স্বাআলো/এস/বি