বাগেরহাটের শরণখোলা উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
রবিবার (২৯ অক্টোবর) বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালত-২ এর বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মঈন উদ্দিন এ রায় ঘোষণা করেন।
এ সময় ঘাতক স্বামী এনামুল হক হাওলাদার (৪৫) পলাতক ছিলো।
বাগেরহাটে কাঠ মিস্ত্রির আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
মামলার সংক্ষিপ্ত বর্ণনা ও রায় বিষয়ে আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২৬ অক্টোবর বিকেলে যৌতুকের দাবিতে জেলার শরণখোলা উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের নিজ বাড়িতে স্ত্রী হেলেনা বেগমকে পিটিয়ে হত্যা করে ঘাতক স্বামী এনামুল হক। এ ঘটনায় নিহতের ভাই একই উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের আব্দুস সালাম বাদী হয়ে এনামুল হকসহ সাতজনকে আসামি করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলাটি তদন্ত শেষে শরণখোলা থানার তৎকালীন এসআই আবুল বাশার খলিফা এনামুল হককে প্রধান করে দুইজনের বিরুদ্ধে ২০১৮ সালের ২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির দীর্ঘশুনানি ও চারজন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক স্ত্রী হেলেনা বেগমকে হত্যার দায়ে স্বামী এনামুল হককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে চয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট রনজিৎ কুমার মন্ডল।
স্বাআলো/এস