জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলায় দুই স্ত্রী রেখে জিন্নাত আলী (৫৮) নামের এক ব্যাক্তি ইদুর মারা ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে।
পার্শ্ববর্তী চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন অবস্থায় বুধবার সে মারা যায়। জিন্নাত আলী বাগেরহাট সদর উপজেলার বেমরতা জয়গাছি এলাকার মৃত আব্দুল গনি গাজীর ছেলে। তিনি কচুয়া উপজেলার আলীপুর এলাকায় দ্বিতীয় স্ত্রী কে নিয়ে শ্বশুর বাড়ীতে বসবাস করত।
বাগেরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পুলিশ ও চিতলমারী হাসপাতাল সুত্রে জানা গেছে, জিন্নাত আলী বুধবার স্থানীয় দেপাড়া বাজার থেকে ইদুর মারা ট্যাবলেট নিয়ে নিজেই পান করে। এরপর শ্বশুর বাড়ীতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়লে তাকে পার্শ্ববর্তী চিতলমারী হাসপাতালে নিয়ে ভর্ত্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বাগেরহাটে নির্বাচনী সহিংসতায় উভয় পক্ষের আহত ১২
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন জানান, কচুয়া উপজেলার আলীপুর এলাকা থেকে কীটনাশক পান করা অবস্থায় জিন্নাত আলী নামের এক ব্যাক্তি চিতলমারী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বিষয়টি হাসপাতাল কতৃপক্ষ থানাকে অবহিত করলে আমরা লাশের সুরতহাল করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাআলো/এস