বিনোদন

‘নিজের টাকায় জামাইকে শ্রীলঙ্কা নিয়ে আসছি’

| June 20, 2024

বিনোদন ডেস্ক: প্রিয় মানুষের সঙ্গে বাগদান সেরেছেন আলোচিত টিভি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এরপরই হবু বরকে নিয়ে অবসর যাপনের জন্য শ্রীলঙ্কায় উড়ে গিয়েছেন তিনি। সেখান থেকে আনন্দময় নানা মুহূর্ত নিজের ফেসবুকে শেয়ার করছেন।

চমকের ভক্ত-অনুরাগীরা চমকের প্রশংসা করলেও অনেকে নোংরা মন্তব্য করছেন কমেন্ট বক্সে। চমককে আক্রমণ করে একজন লেখেন, জামাইর টাকার… জীবন উপভোগ। অন্যদের মতো এই মন্তব্যটি চমকের দৃষ্টি এড়ায়নি।

স্বপ্নের মানুষটি পেয়ে গেছি: তমা মির্জা

জবাবে এ অভিনেত্রী লেখেন, আমার টাকায় জামাইকে শ্রীলঙ্কা নিয়ে আসছি। মানুষের সম্পর্কে না জেনে কথা না বলাই ভালো। অন্য একটি মন্তব্যে নেটিজেনদের উদ্দেশ্যে চমক লেখেন, আমাদের নিয়ে সময় নষ্ট না করে, ঈদ উপভোগ করুন। তারপরো থেমে নেই চর্চা, একের পর এক মন্তব্য করে যাচ্ছেন তারা।

চমক বাগদানের ছবি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পাশাপাশি জানিয়েছেন, খুব শিগগির বিয়ে করবেন তারা। তবে হবু বরের নাম-পরিচয় যেমন জানাননি, তেমনি বিয়ের দিনক্ষণও ঘোষণা করেননি। তবে শ্রীলঙ্কা থেকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় হবু বর ও বিয়ে নিয়ে কথা বলেছেন চমক। তাতে তিনি বলেন, জীবন খুব অপ্রত্যাশিত। আগামীকাল কী হবে তা আমরা কেউ জানি না। আমি একজন রাজাকে বিয়ে করছি, রাস্তার ছেলেকে বিয়ে করছি, ক্রিমিনালকে বিয়ে করছি কিংবা অসম্ভব ভালো মানুষকে বিয়ে করছি— এটা মনে হয় অন্য কারো চিন্তার বিষয় হতে পারে না।

শাকিব আমাদের মতোই সহজ মানুষ কিন্তু: নাবিলা

তিনি বলেন, অনেক বছর একসঙ্গে থাকার পরো অনেক সময় জানা যায় না মানুষটা ভালো না খারাপ। অল্প সময়ের মধ্যে আমি কী করে মানুষটাকে বিচার করব? তবে এই মুহূর্তে এই মানুষটার সঙ্গে আমি সুখী। এটাও সত্যি, সামনের বছর এই মানুষটার সঙ্গে আমি ভালো থাকবো কিনা, সে আমাকে এভাবে ভালোবাসবে কিনা বা আমিও বাসবো কিনা, জানি না। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে, মানুষ নিয়ে চিন্তা না করে আসুন এই মুহূর্তে ভালো থাকার চেষ্টা করি। জীবন খুব ছোট, প্রতি মুহূর্তে ভালো থাকা গুরুত্বপূর্ণ।

রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে। তবে বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। ঢাকায় সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছেন তিনি। শৈশব থেকেই নাচের তালিম নিয়েছেন। রুকাইয়া জাহান চমকের মা–বাবার ইচ্ছা ছিলো মেয়ে ডাক্তার হবে। বাবা-মায়ের সেই সাধও পূরণ করেছেন তিনি। মানিকগঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ (বর্তমান নাম কর্নেল মালেক মেডিক্যাল কলেজ মানিকগঞ্জ) থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন।

তিশার পড়ে যাওয়া ঠেকাই, কিন্তু সে ভড়কে যায়: পরীমনি

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন চমক। কিন্তু এ আসরে তথ্য গোপন করার অভিযোগ উঠেছিলো চমকের বিরুদ্ধে। গুঞ্জন শোনা যায়, চমক বিবাহিত। ২০১৪ সালের নভেম্বরে বিয়ে করেছেন তিনি। তার স্বামীর নাম খান এইচ কবির। তাদের কয়েকটি ছবিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিলো। যদিও চমক দাবি করেছিলেন-ছবির ছেলেটি তার প্রেমিক। এসব বিষয় নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন চমক।

স্বাআলো/এস

Debu Mallick