বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। যিনি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। অভিনেতার সঙ্গে প্রেম-বিয়ে ও বিচ্ছেদের পর একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে এখন সময় কাটছে নায়িকা অপু বিশ্বাসের। মাতৃত্বকালীন বিরতি শেষে শোবিজ অঙ্গনে ফিরলেও এখন সিনেমায় খুব একটা সরব নেই অপু। এর মধ্যে কয়েকটি কাজ করলেও আলোচনায় আসতে পারেননি এই নায়িকা। যদিও সিনেমার বাইরে অন্যান্য কাজে বেশ ব্যস্ত রয়েছেন তিনি। ব্র্যান্ডিং-প্রোমোশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন, স্টেজ শো এর পাশাপাশি নিজের ইউটিউব কনটেন্ট তৈরির কাজ নিয়ে সময় কাটাচ্ছেন অপু।
ঈদের পরে একটা ধামাকা নিউজ দেব: অপু বিশ্বাস
কয়েকদিন আগে ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। ঘুরেছেন ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন এ; বার্সেলোনায় একটি শো করেছেন। সফর শেষ করে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের সমসাময়িক কাজের প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী। অপুকে নিয়মিত পর্দায় পাওয়া যাবে কী না, এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, মানুষ পাচ্ছে তো আমাকে। আর আমি এতটা বেশি রেগুলার যে, মানুষও বিরক্ত হয়। ক্যামেরার সামনে অপু, ফেসবুক খুললেই অপু, ইউটিউব দেখলেই অপু, সিরিয়াসলি। আমি মূলত দর্শকদের জন্য তৈরি হয়েছি, তাই আমি সারাজীবন তাদের সঙ্গে থাকতে চাই।
অনেক শুভেচ্ছা বাবুর বাবা: অপু বিশ্বাস
এই বছরই শাকিব খানের বিয়ে হচ্ছে, এমন মন্তব্য নিয়ে অপু বলেন, উনি শাকিব খানের খুব ভালো বন্ধু। বন্ধু অনেক সময় পরিবারের থেকেও বেশি হয়। এটা তাদের বন্ধুত্বের কথাবার্তা। এই কারণে এই বিষয়ের ব্যাখ্যা আমি কীভাবে দেব। এখানে আমার তো ব্যাখ্যা দেয়ার কোনো জায়গা নেই।
এর আগে এক সাক্ষাৎকারে ঈদের কাজ প্রসঙ্গে অপু বলেছিলেন, একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কোরবানির ঈদের পর ধামাকা নিউজ দেব। সে পর্যন্ত অপেক্ষা করেন। তবে এবার ঈদ নিয়ে যে অপুর একদমই ব্যস্ততা নেই, এমনো না। ঢালিউড কুইন জানিয়েছেন, এবারের ঈদে ভক্তদের জন্য বিশেষ উপহার থাকছে। ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে হাজির হবেন তিনি। সঙ্গে চলচ্চিত্র তারকারাও থাকবেন। তবে কে বা কারা থাকছেন, সেটি এখনো জানাননি অপু। আর চ্যানেলটি নিয়ে বিশাল পরিকল্পনা রয়েছে বলেও জানান এই নায়িকা।
বুবলির পর অভিযোগ নিয়ে থানায় অপু বিশ্বাস
গত বছর ওয়েব সিরিজ ‘ছায়াবাজি’তে দেখা গিয়েছিলো অপুকে। এরপর আর কোনো ছবি বা সিরিজে দেখা যায়নি।
স্বাআলো/এস