বিনোদন ডেস্ক: ঢালিউডের প্রাক্তন দম্পতি শরিফুল রাজ ও পরীমণির বিচ্ছেদের পর থেকে একে অপরের মুখ দেখা দেখি বন্ধ। তাদের একমাত্র ছেলে পুণ্য পরীমণির কাছেই বড় হচ্ছে। এতদিনে সন্তানকেও দেখার সুযোগ হয়নি রাজের। কিন্তু হঠাৎ করে তাদের দুইজনকে ঘিরে যেন দৃশ্যপট পাল্টাচ্ছে। মাসখানেক হলো পরীর বাসায় যাতায়াত করেছেন রাজ। এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানেও দুইজনের দেখা হয়েছে।
সামর্থ্য থাকলে সব এতিম শিশুর দায়িত্ব নিতাম: পরীমণি
বিষয়টি স্বীকার করে পরী গণমাধ্যমে বলেন, বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিলো তার। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে সে (রাজ) আমার বাসায় এসেছিলো।
সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিলো। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিলো। কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণই ছিলো। এলে তো আর বের করে দিতে পারি না।
নিজেকে ভালোবাসার মতো প্রেম দ্বিতীয়টি নেই: পরীমণি
ছেলের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে পরী বলেন, হ্যাঁ, দেখা তো হবেই। তারো তো সন্তান পুণ্য। আমি রান্না করেছিলাম। সবাই মিলে একসঙ্গে খাওয়াদাওয়াও করেছি। এই আরকি।
কয়েক দিন তো দেখলাম। রাজ পুণ্যকে কোলে নিতে চাইলে এখন ওভাবে রাজকে বাবা হিসেবে চিনতে পারে না। অথচ আগে রাজ ছাড়া পুণ্য কিছুই বুঝত না। এটি রাজের জন্য নির্মম।
যেখানে সম্মান নেই, সেখানে যেতে নেই : পরীমণি
এই নায়িকার মন্তব্য, সব কথার শেষ কথা, রাজের সাফল্যেও আমার যায় আসে না, ব্যর্থতাতেও নয়। সে তো আমার জীবনে অতীত। সে এখন আমার কাছে ঘৃণার পাত্র।
স্বাআলো/এস