শার্শার চিকিৎসা সংকটের নিরসন চাই

যশোরের শার্শা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে।

৫০ শয্যার এ হাসপাতালে মেডিকেল অফিসারের পদ আছে ২২টি। কিন্তু খাতা কলমে আছে সাতজন। আর কর্মরত আছেন মাত্র চারজন। ৩য় শ্রেণির কর্মচারী থাকার কথা ১৪ জন, আছে আটজন। ৪র্থ শ্রেণির কমচারী পাঁচজনের জায়গায় আছে দুইজন। এমএলএসএস পাঁচজনের মধ্যে আছে একজন। আর পরিচ্ছন্নতা কর্মী দুইজনের মধ্যে আছে একজন। ফলে সেবা পাচ্ছে না মানুষ। জনবল সংকট থাকায় পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। অন লাইন নিউজ পোর্টাল স্বাধীন আলো এ সমস্যার কথা তুলে ধরেছে।

১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাড়ে চার লাখ মানুষের সরকারি চিকিৎসার একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে স্বাভাবিকভাবে রোগীর সংখ্যাও বাড়ছে। প্রতিদিন এখানে তিন শতাধিক মানুষ চিকিৎসা নিতে আসেন। আর ভর্তি হন ২৫ থেকে ৩০ জন। জনসংখ্যার সংখ্যানুপাতে বেসরকারি হাসপাতালের সংখ্যাও বাড়ছে। কিন্তু ওই সব হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা নেয়ার চেয়ে মৃত্যুই ভালো বলে ভুক্তভোগীরা মন্তব্য করেন। অনিয়ম অব্যবস্থা তো আছেই তার ওপর রয়েছে কসাইখানার মতো আচরণ। যদি কেউ একবার বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যায় তাহলে তার সেই চিকিৎসা নামক শোষণের ক্ষত শুকাতে সারা জীবন কেটে যায়। এ ক্ষেত্রে সরকারি হাসপাতাল দরিদ্র সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা। কিন্তু সেখানে ডাক্তার সংকটের এই ব্যবস্থায় তাতে তাদের চিকিৎসা নেয়া আর হচ্ছে না। সাধ্য সামর্থের অভাবে রোগ যন্ত্রণা নিয়ে জীবন পার করতে হচ্ছে।

সরকারি হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র থেকে বলা হয়েছে, জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ডাক্তার নিয়োগের জন্য ঊর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনো সাড়া এখনো মেলেনি। চিকিৎসা সেবা প্রাপ্তি মানুষের একটি মৌলিক অধিকার। এ অধিকার পূরণের ব্যাপারে সরকার দায়বদ্ধ। আমরা মনে করি এ দায় থেকে মুক্ত হতে যশোরের সরকারি হাসপাতালগুলোর ডাক্তার সংকট অবিলম্বে দূর করতে ব্যবস্থা নেয়া দরকার।

স্বাআলো/এসএস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্দান্ত জয় বরিশালের

টার্গেটে ১৯৮ রান। বড় লক্ষ্য ব্যাট করতে নেমে ৫১...

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পানিতে ডুবে আরবী খাতুন (৫)...

আতশবাজি-ফানুস উৎসব নিয়ে যে বার্তা দিলেন জয়া আহসান

কতশত স্মৃতি নিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪। নতুন বছর ২০২৫’...

শীতের তীব্রতা বাড়তে পারে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ থেকে তিনদিন সারাদেশে দিন ও...