খেলাধুলা

বিশ্বকাপ শুরুর আগে আইসিসির নতুন নিয়ম

| October 4, 2023

আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভারতের মাটিতে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এর আগে নতুন নিয়ম নিয়ে হাজির হলো আইসিসি।

২০১৯ বিশ্বকাপ ফাইনালটা এখনও মনে রয়েছে ক্রিকেট প্রেমীদের। যদিও সেবার প্রথম সুপার ওভারের পর বাউন্ডারির হিসাবে ম্যাচটি জিতে নেয় ইংল্যান্ড। তবে এবারের বিশ্বকাপে থাকছে না সেই নিয়ম। ২০২৩ বিশ্বকাপের আগে আইসিসি সুপার ওভারের নিয়মে এনেছে পরিবর্তন।

২০১৯ বিশ্বকাপ ফাইনালটা এখরো মনে রয়েছে ক্রিকেট প্রেমীদের। নির্ধারিত ওভারে ম্যাচ শেষ হওয়ার পর তা গড়ায় সুপার ওভারে। সেখানেও ম্যাচ টাই হয়। তবে ম্যাচে বাউন্ডারিতে এগিয়ে থাকার কারণে সেদিন শিরোপাটা গিয়েছিল ইংল্যান্ডের পক্ষে। এরপর এ নিয়ে চলে নানা আলোচনা। যে কারণে আগামীকাল থেকে শুরু হওয়া বিশ্বকাপে সেই নিয়ম বদলাতে বাধ্য হয় আইসিসি।

আইসিসি সুপার ওভারে যে পরিবর্তনটা এনেছে তা হচ্ছে, ২০২৩ বিশ্বকাপে যদি সুপার ওভারে কোনো ম্যাচ গড়ায় এবং সেই ম্যাচ যদি টাই হয়, তবে আবারও সুপার ওভার অনুষ্ঠিত হবে। যতক্ষণ না ম্যাচে কোনো ফলাফল বের হয় ততক্ষণ সুপার ওভারে খেলা চলতে থাকবে। আবহাওয়া বা অন্য কোনো পরিস্থিতির কারণে কিছু ব্যাহত না হলে ম্যাচ চলতে থাকবে।

গত আসরের বিশ্বকাপ ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন বলেছিলেন, শুধু আশা করি, এরকম মুহূর্ত আর কখনও না আসুক।’ এবার তার সেই কথাই রেখেছে আইসিসি।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply