নিজস্ব প্রতিবেদক: যশোরের হৈবতপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে জবেদ আলী হাফিজিয়া মাদরাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) মাদরাসার পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিকলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য জবেদ আলী।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য আহম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক ও ইউপি সদস্য আলমগীর হোসেন।
এ সময় মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে চাঁচড়া ইউনিয়ন পরিষদের থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জবেদ আলী ইফতার হিসেবে রান্না করা খাবার বিতরণ করেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজার সভাপতিত্বে এ সময় ইউপি সদস্যসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস