জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দ্দেশক্রমে পটুয়াখালীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে দুইশতাধিক এতিম ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
রবিবার (২৪ মার্চ) বিকেলে পৌরশহরের ৭নং ওয়ার্ডে বায়তুল আমান ট্রাষ্ট্র লিল্লাহ বোডিয়ের দুইশতাধিক এতিম ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সোহেল, ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর তৌহিদুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, বায়তুল আমান ট্রাষ্ট্র লিল্লাহ বোডিয়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসআর