বাগেরহাটে অজ্ঞান পার্টির কবলে পড়ে ১৬ জন হাসপাতালে

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জে এবার গ্রাম পুলিশসহ একটি বিয়ে বাড়িতে হানা দিয়েছে অজ্ঞান পার্টি। এ দুইটি বাড়ি থেকে মোট ১৬ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে শনিবার (২০ এপ্রিল) পাশ্ববর্তী শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর এ ঘটনাটি হয়েছে শুক্রবার দিনগত রাতের যেকোনো সময়ে মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের বানিয়াখারী বাজার সংলগ্ন হাবিবুর রহমান তোতার বাড়িতে।

স্থানীয়রা জানান, এখানে বিয়ে বাড়িতে খাবারের সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে এক পরিবারের সবাইকে অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়াও একই রাতে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নারায়ন চৌকিদারের বাড়িতেও খাবারে চেতনানাশক পদার্থ মিশিয়ে পরিবারের চারজনকে অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে অজ্ঞান পার্টি।

হাসপাতাল সুত্র ও স্থানীয় খাউলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অচেতন অবস্থায় গৃহকর্তা হাবিবুর রহমান (৬৫) ও তার স্ত্রী, নতুন বর মামুনুর রশিদ ও তার স্ত্রী, গৃহকর্তার ছেলে ফেরদাউসসহ ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে বিয়ের অনুষ্ঠানে খাসির গোশতের মধ্যে চেতনানাশক স্প্রে করা হয়েছে। এ ছাড়াও একই রাতে অনুরুপ ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার নারায়ন বাবুর বাড়িতেও খাবারের সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে একটি পরিবারের সবাইকে অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল লুটে নিয়েছে।

অজ্ঞান অবস্থায় নারায়ন চৌকিদার (৬০), তার স্ত্রী শ্যমলী (৫০), ছেলে জীবন (২৮) ও তার স্ত্রীসহ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশীরা বলেন, ঘটনাটি সকালে স্থানীয় সন্ন্যাসী ফাঁড়ির পুলিশকে অবহিত করা হয়েছে। কিন্তু ফাঁড়ি পুলিশ এ ঘটনাকে কোনো গুরুত্ব দেয়নি।

মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ঘটনাটি শুনেছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’...

বাস-সিএনজি ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

শেরপুরে ভাতশালায় বাস-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন...

পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে: সারজিস আলম

এখনো পুলিশের অনেক সদস্য দেদারছে ঘুষ গ্রহণ করছেন বলে...

৪৭তম বিসিএসের আবেদন শুরু আজ

সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ...