Uncategorized

যশোরে অবৈধ ই-ট্রানজেকশন, দুই যুবক আটক

| December 8, 2023

যশোরে অবৈধ অর্থনৈতিক লেনদেন ই-ট্রানজেকশন (ইলেক্ট্রনিক্স ডিভাইস) ব্যবসার অভিযোগে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে বেনাপোলের নৈহাটি গ্রাম থেকে তাদের আটকের পর পোর্ট থানায় মামলা দেয়া হয়েছে।

আটককৃতরা হলো, নৈহাটি গ্রামের বিল্লাল হোসেন (২৯) ও পাড়িয়ার ঘোপ গ্রামের আজিজুর রহমান (২৬)।

ডিবির ওসি রুপন কুমার সরকার জানিয়েছেন, আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ইন-ট্রানজেকশন ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে একটি টিম বেনাপোলের নৈহাটি গ্রামে অভিযান চালায়। এসময় বিল্লাল হোসেন ও আজিজুর রহমানকে আটক ও তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দেয়া হয়েছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply