সিলেট ব্যুরো: সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে হাফিজ কবির আহমদ নামে মসজিদের এক ইমাম মারা গেছেন।
রবিবার (২১ এপ্রিল) ফজরের নামাজ পড়াতে মসজিদে যাওয়ার পথে মারা যান তিনি।
নিহত ইমাম হাফিজ কবির আহমদ উপজেলার বড়চতুল ইউনিয়নের সোনাতুলা গ্রামের এবাদুর রহমানের ছেলে।
তিনি স্থানীয় চারিকাটা ইউনিয়নের লক্ষীপ্রসাদ পাতন টিকরগাড়া জামে মসজিদের ইমাম ছিলেন।
এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা হলে তারা জানান, ফজরের সময় খুব বৃষ্টি হচ্ছিলো। নামাজের সময় ইমামকে তারা দেখতে পাননি। নামাজ শেষে মসজিদ থেকে ফেরার সময় মুসল্লিরা রাস্তার পাশের জমিতে ইমামকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে চারিকাটা ইউনিয়ন চেয়ারম্যান সুলতান করিমকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইমামকে উদ্ধার করে মসজিদে নিয়ে যান। বজ্রপাতে ইমামের শরীরের কাপড়ের অংশ বিশেষ পুড়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে ইমাম কবির আহমদের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।
স্বাআলো/এস