নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাওলানা আবু জাবের (৩৮) নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে।
সোমবার(৮ জুলাই) উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
মাওলানা আবু জাবের সারুটিয়া জামে মসজিদে ইমামতি করতেন।
যশোরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
এলাকাবাসী জানায়, উপজেলার সারুটিয়া গ্রামের সুজায়েত সরদারের ছেলে মাওলানা আবু জাবের সোমবার বাড়ির পাশে নিজ পোলট্রি খামারে কাজ করছিলেন। ওই খামারে নিচু হয়ে পড়া বৈদ্যুতিক লাইন উঁচু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল মোল্লা।
এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক গোরাচাঁদ দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
স্বাআলো/এস