Uncategorized

টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানি

| October 16, 2023

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে টানা আটদিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর। এ সময়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারীদের চলাচল স্বাভাবিক থাকবে।

সোমবার (১৬ অক্টোবর) বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২১ অক্টোবর শনিবার থেকে ২৬ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিন ও ২০ ও ২৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় টানা আটদিন বুড়িমারী বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে ২৮ অক্টোবর থেকে যথারীতি বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। এ সময় বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।

বেনাপোল দিয়ে ভারতে ইলিশ রফতানি বন্ধ

বন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, দুর্গাপূজায় ভারতের চ্যাংরাবান্ধা এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী ২১ অক্টোবর শনিবার থেকে ২৬ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মুর হাসান কবির বলেন, পূজায় ব্যবসায়ীদের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীর যাতায়াত অব্যাহত থাকবে।

এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক ( ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, পূজায় আটদিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের অভ্যন্তরের সব কার্যক্রম চালু থাকবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply