যশোর

বেনাপোল দিয়ে আমদানি-রফতানি শুরু, যাত্রীদের উপচে পড়া ভিড়

| October 25, 2023

দুর্গাপূজা উপলক্ষে ৪ দিন বন্ধ থাকার পর বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে যশোরের বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দর এলাকায় দুই দেশে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্য বোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে। এ দিন ভারত ভ্রমণ শেষে পাসপোর্ট যাত্রীদের দেশে ফিরে আসার উপচে পড়া ভিড় দেখা গেছে।

বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার আব্দুল আজিজ বলেন, দুর্গাপূজা শেষে বুধবার সকাল থেকে দুইদেশের মধ্যে বাণিজ্য শুরু হয়েছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply