জাতীয়

এ সপ্তাহেই দেশে আসছে আমদানি করা ডিম, মিলবে ১১ টাকায়

| October 15, 2023

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চলতি সপ্তাহেই আমদানি করা ডিম দেশে আসবে।

রবিবার (১৫ অক্টোবর) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের কাছে চালসহ টিসিবির পণ্য সাশ্রয় মূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে ডিমের সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে এরই মধ্যে ১৫ কোটি ডিম আমদানির জন্য ১৫ প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছে। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠান এলসি খুলেছে। আশা করা হচ্ছে চলতি সপ্তাহে ডিম আমদানির প্রথম চালান দেশে প্রবেশ করবে।

চলতি মাসে ‘ডিজিটাল ফ্যামিলি কার্ড’ দেয়া হবে

এদিকে টাইগার ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী সাইফুর রহমান গণমাধ্যমকে বলেছেন, টাইগার ট্রেডিং, পপুলার ট্রেড ও রিপা এন্টারপ্রাইজ এলসি খুলেছে। এ সপ্তাহের মধ্যে ঢাকায় ডিম পৌঁছাবে। ডিমের প্রথম চালান আসবে ভারতের হারিয়ানা রাজ্য থেকে। সেখানে প্রতিটি ডিম কিনতে সাড়ে ৫ রুপি খরচ হয়েছে। এর সঙ্গে ৩৩ শতাংশ শুল্ক যোগ হবে। প্রথম ধাপে তিনটি কোম্পানির প্রতিটি দুই লাখ ৪০ হাজার করে ডিম নিয়ে আসবে।

আরো ৫ কোটি ডিম আমদানির অনুমতি

তিনি আরো বলেন, সবকিছু মিলিয়ে আমরা প্রতিটি ডিম ১১ টাকার মধ্যে ভোক্তার হাতে পৌঁছাতে পারবো বলে আশা করছি। আমরা মধ্যস্বত্ত্বভোগীদের এই প্রক্রিয়া থেকে বাদ রাখছি। হ্যাপিহাট নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই ডিম আমরা সরাসরি বিপণন করবো।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply