বাগেরহাটের চিতলমারী উপজেলার ত্রিপল্লী এলাকায় জমি নিয়ে বিরোধে একটি পরিবারের উপর হামলা ও মারধর করার ঘটনায় নেতৃত্বে দেয়ায় জিন্নাত আলী মীর নামের স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই রায়ে এ হামলার প্রধান মারধরকারী হিসাবে সাব্বির মীর নামের অপর একজনকে এক বছরের কারাদণ্ড এবং তাদের আরো চার সহযোগীকে এক হাজার ৫০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
বাগেরহাটে নারী ইউপি সদস্যকে ধর্ষণচেষ্টা
গত ১৭ অক্টোবর বাগেরহাট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শেখ আসাদুল ইসলাম চাঞ্চল্যকর মামলার এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর আদালত সূত্র ও মামলার বাদীর আইনজীবী অনিমা রানী দেবনাথ শনিবার (২১ অক্টোবর) জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২১ সালের ১৭ জানুয়ারি সন্ধ্যায় শিক্ষক জিন্নাত আলী মীরের নেতৃত্বে অন্যান্য আসামিরা বাদী সরোজ কুমার গাইনের পরিবারের উপর হামলা করে। এতে বাদীর পরিবারের চারজন নারীসহ সাতজন আহত হন। এ ঘটনায় সরোজ কুমার গাইন বাদী হয়ে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ মামলাটির তদন্ত করে শিক্ষক জিন্নাত আলী মীরসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বাগেরহাটে এক রাতে ৬ দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা
আদালতের বিজ্ঞ বিচারক দীর্ঘশুনানি ও স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় চিতলমারী উপজেলার ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিন্নাত আলী মীরকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। এ মামলায় অভিযুক্ত অপর আসামি সাব্বির মীরকে এক বছরের কারাদণ্ডাদেশ এবং বাকি চার অভিযুক্তকে এক হাজার ৫০০ টাকা করে জরিমানা অনাদায়ে দুইদিনের কারাদণ্ডের রায় দেয়া হয়।
স্বাআলো/এস