বেআইনি সমাবেশে ক্ষতিসাধনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবিসহ ১০ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রায় ঘোষণা করেন।
এক ধারায় দুই বছর ও আরেক ধারায় ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি দুই ধারায় মোট ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের সাজা দেয়া হয়।
বিএনপির সমাবেশ: সহিংসতায় ৩৬ মামলা, আসামি ১৫৪৪
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫৭ জনকে খালাস দিয়েছেন আদালত।
দণ্ডিত অন্য আসামিরা হলেন, শাহ আলম সৈকত, জহিরুল হক দিনা, মোজাম্মেল হক বাবু, জাকির হোসেন, শাহিন ওরফে চাবি শাহিন, নোমান, কামরুজ্জামান চৌধুরী ওরফে মাসুদ, এলিন ও শহিদুল হক। এরা সবাই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
পুলিশের ভেস্ট পরে বাসে আগুন, বিএনপির ষড়যন্ত্র ফাঁস করলেন চালক!
২০১৩ সালের ২৬ অক্টোবর রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় কলাবাগান থানার উপ-পরিদর্শক এএফএম মনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেন।
স্বাআলো/এস