জেলা প্রতিনিধি, নড়াইল: জেলায় হেরোইন রাখার দায়ে লাভলু মোল্যা (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীর পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক সাইফুল আলম এ আদেশ দেন।
আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইলে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাদণ্ড লাভলু নড়াইল সদর উপজেলার পশ্চিম সীমাখালি এলাকার মাজেদ মোল্লার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ১২ সালের ২৬ জানুয়ারি সকাল ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর উপজেলার পশ্চিম সীমাখালির লাভলুর বসতঘরে তল্লাশি করে রেক্সিনের কাপড়ের নিচ থেকে একটি প্যাকেটের নীল রংয়ের কাঁটা পলিথিনে মোড়ানো সুতা দ্বারা বাধা ৫৩টি হেরোইন পুরিয়া উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা শাখা। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে। পরবর্তীতে এ মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্বে আনীত অভিযোগ সন্দোহীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ কারাদণ্ড প্রদান করেন।
স্বাআলো/এস