বাগেরহাটে আচরণবিধি লঙ্ঘনে একজনের কারাদণ্ড, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

আজাদুল হক, বাগেরহাট: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বাগেরহাটের ৩ উপজেলায় মঙ্গলবার সকাল ৮টা থেকে শান্তিপূর্নভাবে শুরু হয়।

নির্বাচন চলাকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাগেরহাটের চিতলমারী উপজেলাএকজন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এদিন দুপুরের দিকে চিতলমারী উপজেলার কলাতলা ভোটকেন্দ্রের সামনে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আছাদুল ইসলাম এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা প্রফুল্ল কুমার মণ্ডল উপজেলার চরবানিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩ এর ৩ (০২) ধারায় তাকে এ দণ্ড দিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে পুলিশ হেফাজতে দেয়া হয়।

চিতলমারী উপজেলা পরিষদের মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার বড়ালের পক্ষ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর সিদ্দিকীর এজেন্টকে প্রকাশ্য গালিগালাজ করা ও প্রার্থীর বিষয়ে খারাপ কথা বলায় এই সাজা দেয়া হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অপরদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফকিরহাট উপজেলার একটি ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার মানসা-বাহিরদিয়া ইউনিয়নের হোচলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রতন কৃষ্ণ দাসকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওই কেন্দ্রে ব্যাংক কর্মকর্তা সত্যজিত দাসকে দায়িত্ব দেয়া হয়েছে। ওই প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে প্রার্থীর এজেন্ট বের করে দেয়া, প্রার্থীর পক্ষে ভোট চাওয়া, কর্তব্যরত সংবাদকর্মীদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেয়ার অভিযোগ ছিলো।

এ ছাড়া ফকিরহাট সদর ইউনিয়নের বুড়ির বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোপন কক্ষে একসাথে একাধিক ব্যক্তি প্রবেশ করায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের ঐ কেন্দ্রের একটি কক্ষে আটক রাখা হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা।

তিনি বলেন, তিনজন একটি কক্ষে আটক রেখে ভোটগ্রহণ কার্যক্রম চালিয়ে নেয়া হচ্ছে। উল্লেখ্য কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলার ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...