খুলনায় ডাক্তার দেখানোর কথা বলে হোটেল রুমে নিয়ে গৃহবধূকে (২০) ধর্ষণের দায়ে সেলিম রেজা (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদ আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট ফরিদ আহমেদ জানান, ভুক্তভোগী গৃহবধূ তার মায়ের চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন। সেখানে সেলিম রেজার সঙ্গে তার পরিচয় হয়। সেলিম রেজা গৃহবধূর মাকে ডাক্তার দেখানোর জন্য অনেক সাহায্য করায় তাদের মধ্যে মোবাইল নম্বর আদান-প্রদান হয়। পরবর্তীতে গৃহবধূর মায়ের অসুস্থতা বাড়ে। সেলিম রেজা আবারো ওই গৃহবধূকে তার মায়ের উন্নত চিকিৎসা করানোর জন্য খুলনায় ভারতীয় ডাক্তার দেখিয়ে দেয়ার কথা বলেন। ২০১৯ সালের ১৮ অক্টোবর গৃহবধূকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে নগরীর সোনাডাঙ্গার মজিদ স্মরণী রোডের হোটেল এশিয়া ইন্টারন্যাশনালের একটি রুমে নিয়ে যান। সেখানে কৌশলে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে সেলিম রেজা।
ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী ২০২০ সালের ৭ মার্চ সোনাডাঙ্গা থানায় মামলা করেন। ২০২১ সালের ৩১ জানুয়ারি সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) খলিদ উদ্দিন আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। আদালতে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন।
স্বাআলো/এসএ