সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি

জেলা প্রতিনিধি,সুনামগঞ্জ: পাহাড়ি ঢল কম নামায় কমতে শুরু করেছে সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ জেলার সকল নদনদীর পানি। এতে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সেইসঙ্গে ঢলের পানিতে তলিয়ে যাওয়া পৌর শহরের রাস্তাঘাট থেকেও পানি নেমে গেছে।

তবে এখনো পানিতে তলিয়ে আছে নিম্নাঞ্চলের গ্রামীণ সড়ক ও কিছু ঘরবাড়ি। সেইসঙ্গে দূর্গাপুর, শক্তিয়ারখলা সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় গত চার দিন ধরে জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, এমনকি দোয়ারাবাজার উপজেলা সদরের সঙ্গে এখনো যোগাযোগ বিচ্ছিন্ন সুরমা, লক্ষ্মীপুরসহ কয়েকটি ইউনিয়নের। এতে পানি কমলেও চরম ভোগান্তিতে পড়েছেন দুই লক্ষাধিকের বেশি মানুষ।

এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো আতঙ্ক কমেনি হাওর অঞ্চলের মানুষদের। তারা বলছেন, পাহাড়ি ঢলের কোনো বিশ্বাস নেই। এক বন্যার রেশ না কাটতেই আবারো পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতিতে সৃষ্টি হওয়ায় আমরা খুব কষ্টে আছি।

পৌর শহরের বাসিন্দা আব্দুল আওয়াল বলেন, প্রতিবছর সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় আর আমাদের ভোগান্তি পোহাতে হয়। সেইসঙ্গে ঘরবাড়ি ও আসবাবপত্রের ক্ষতি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাই, আমরা ত্রাণ চাই না, বন্যা থেকে মুক্তি চাই।

তাহিরপুর উপজেলার বাসিন্দা মনির মিয়া বলেন, গত চার দিন ধরে সুনামগঞ্জের সঙ্গে সরাসরি সড়ক পথে তাহিরপুর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমরা খুব কষ্টে আছি, স্রোতের মধ্যে নৌকা দিয়ে সুনামগঞ্জে যেতে হচ্ছে।

দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা সোহাগ মিয়া বলেন, এই বছর বন্যায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে দোয়ারাবাজারের নিম্নাঞ্চলে। আমার ঘরবাড়ি সব কিছু ভেসে গেছে বানের জলে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ২৮ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মেঘালয়ে বৃষ্টিপাত কম হলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে।

অপরদিকে সোমবার সকালে দোয়ারাবাজারে বানের পানির স্রোতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন জনের সন্ধান এখনো মেলেনি।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অপহৃত ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার, আটক ৫

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে ডাকাতির পর অপহৃত বিশিষ্ট ব্যবসায়ী...

চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীর মিত্র

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামের...

চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস, যুবদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস হওয়ায় নোয়াখালীর...

এনআইডি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের যে নির্দেশনা দিলো কমিশন

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবার...