লিটন ঘোষ জয়, মাগুরা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক, কর্মকর্তা, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি মানসম্মত শিক্ষক ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকা সত্ত্বেও শ্রেণিকক্ষে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
শনিবার (১৯ এপ্রিল) মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় নোমানী ময়দান অডিটোরিয়ামে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাইমারি শিক্ষা খাতে আমরা অনেক ভালো শিক্ষক পাচ্ছি এবং তাদের সুন্দরভাবে প্রশিক্ষণও দেয়া হচ্ছে। সরকারি নানা উদ্যোগ তাদের জন্য আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, শ্রেণিকক্ষে আমরা সেটার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পাচ্ছি না। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেন তিনি।
মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান।
সভায় আরো বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় উপ-পরিচালক শফিকুল ইসলাম, উপ-পরিচালক জয়নাল আবেদিনসহ জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
অনুষ্ঠানে জেলার দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন।
স্বাআলো/এস