আজাদুল হক, বাগেরহাট: জেলার মোরেলগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর ভ্যান চালক ওবায়দুল শিকদার (৩০) হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরান শেখকে (২২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬।
ইমরান শেখ মোরেলগঞ্জ উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা।
খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জানায়, ৬ মে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দাসখালী গ্রামের মনির সরদারের বাগান থেকে ওবাইদুল শিকদার (৩০) নামের একজন ভ্যান চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তার গলায় রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা হয়। মামলার তদন্তে আসামি শনাক্ত ও আদালতে অভিযোগপত্র দাখিল হলে ২৩ নভেম্বর বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে বিচারকার্য সম্পন্ন হয়। বিচারে ইমরান শেখসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালতের বিজ্ঞ বিচারক। এ সময় আসামিরা পলাতক ছিলো। রায় ঘোষণার পর থেকে খুলনা র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এবং বরিশাল র্যাব-৮ (স্পেশাল কোম্পানি) এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চাঞ্চল্যকর ভ্যান চালক ওবায়দুল শিকদার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে কাটাখালী মোড় এলাকা থেকে ইমরান শেখকে গ্রেফতার করা হয়। তাকে মোরেলগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
স্বাআলো/এস