এলপিএল খেলতে লঙ্কায় গেছেন তাসকিন-মোস্তাফিজ-হৃদয়

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শেষ করে গত শুক্রবার দেশে ফিরেছিলেন ক্রিকেটাররা। এর ৪৮ ঘণ্টা পর আবারো দেশ ছেড়েছেন তিন ক্রিকেটার। লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসরে অংশ নিতে শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছেন তাসকিন আহেমদ, মোস্তাফিজুর রহমান এবং তাওহীদ হৃদয়।

রবিবার (৩০ জুন) সকালে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে একই ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেন এই তিন ক্রিকেটার। আগামীকাল থেকে মাঠে গড়াবে এলপিএলের এবারের আসর।

এলপিএলের নিলামে নাম দিলেন তামিমসহ যেসব ক্রিকেটার

পাল্লেকেলেতে আসরের উদ্বোধনী ম্যাচে নামছে মোস্তাফিজ-হৃদয়ের ডাম্বুলা। প্রতিপক্ষ বি লাভ ক্যান্ডি। একই দলের বিপক্ষে তাসকিনের কলম্বো খেলতে নামবে ২ জুলাই রাতে। পাঁচ দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মোস্তাফিজুর রহমানকে আইকন হিসেবে সরাসরি চুক্তিতে দলে টেনেছে ডাম্বুলা সিক্সার্স। একই দলে শেষ মুহূর্তে চুক্তিবদ্ধ হন হার্ডহিটার ব্যাটার হৃদয়।

হৃদয় গত আসরে জাফনা কিংসের হয়ে খেলেছিলেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের অভিষেক রাঙিয়েছিলেন ফিফটিতে। ৬ ম্যাচে এক ফিফটিতে ১৩৫ স্ট্রাইকরেটে ১৫৫ রান করেছিলেন এ তরুণ।

এলপিএলে দল পেলেন তাসকিন

দেশ ছাড়ার আগে হৃদয় বলেন, আলহামদুলিল্লাহ (বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলা) শুরু মানে আগে থেকেই সবাই খেলে। এখন একটু খেলোয়াড়রা বেশি খেলতেছে, সামনে সবাই আরো খেলবে, ইনশাআল্লাহ। সব জায়গায় ভালো করতে হবে, সব জায়গায় ভালো সুযোগ আসবে। আপাতত কোনো টার্গেট নেই, দোয়া করবেন।

অন্যদিকে নিলাম থেকে তাসকিনকে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে নেয় কলম্বো স্ট্রাইকার্স। ঢাকা এক্সপ্রেসের এটিই প্রথমবার এলপিএলে অংশগ্রহণ। বাংলাদেশ থেকে আসরের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মোস্তাফিজ।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...