আজ খুলনা-মোংলা রেলসহ ৩ প্রকল্পের উদ্বোধন করবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী

খুলনার ফুলতলা-মোংলা পর্যন্ত নির্মিত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্প উদ্বোধন ও পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিক ট্রেন আজ বুধবার (১ নভেম্বর) যাত্রা শুরু হচ্ছে।

খুলনার ফুলতলা- মোংলা রেললাইন প্রকল্পের উদ্বোধন করবেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী।

এছাড়া আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করা হবে আজ।

তাঁরা ভার্চুয়ালি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর আগে সোমবার (৩০ অক্টোবর) পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করে।

বুধবার থেকে পদ্মা সেতু হয়ে খুলনায় যাবে যাত্রীবাহী ট্রেন

প্রকল্পের প্রধান প্রকৌশলী আহমেদ হোসাইন জানান, খুলনা-মোংলা রেললাইন এখন পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের উপযোগী হওয়ায় সোমবার দুপুরের পর একটি ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হয়। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে এই রেললাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন।

প্রকল্প অফিস সূত্রে জানা গেছে, খুলনা-মোংলা রেল লাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছিলো ২০১৬ সালের সেপ্টেম্বরে। ওই রেলপথের দৈর্ঘ্য প্রায় ৯০ কিলোমিটার। এ প্রকল্পে ব্যয় হয়েছে চার হাজার ২৬০ কোটি টাকা।

অপরদিকে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার থেকে পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হচ্ছে। রেলপথে রাজধানীর সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। বাণিজ্যিক ট্রেন চলাচলের অপেক্ষার প্রহর গুনছেন পদ্মাপাড়ের মানুষ।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনার আলোচিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ি পলাশ‌ ও...

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...

কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’...

বাস-সিএনজি ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

শেরপুরে ভাতশালায় বাস-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন...