জেলা প্রতিনিধি,নড়াইল: পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে দীর্ঘ দিন বন্দ থাকার পর নড়াইল পৌরসভার পক্ষ থেকে নতুন করে ‘নড়াইল পৌরসভার পশুর হাট’ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) নড়াইল পৌর এলাকার গারুচোরা এলাকায় এ হাটের উদ্বোধন করেন পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।
নড়াইলে ভুল অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যু
পৌর মেয়র আঞ্জুমান আরা জানান, এই হাট প্রথম অবস্থায় প্রতি বৃহস্পতিবার বসবে। ঈদের আগে রবিবারও বসতে পারে। এ হাটে সাধারন মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে পশু কিনতে বা বেচতে পারে কোন ক্রেতা বা বিক্রেতা বা কোন ব্যাপারি যাতে কোন প্রকার হয়রানির স্বীকার যাতে না হয় সে জন্যও পৌরসভার পক্ষ থেকে সকল প্রকার ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। কোন ব্যাপারী যদি রাতে যেতে না পারে তাদের থাকার ও ব্যাবস্থা করা হয়েছে।
নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেফতার
আর মূল বিষয় হছে দেশের যে কোন হাটে পশু কিনলে ব্যাপক পরিমান হাসিল/হাটের ইজারার টাকা নেয়া হয়ে থাকে। এ জন্য সকলের কথা মাথায় রেখে নড়াইল পৌরসভার পক্ষ থেকে গরু কিনলে দুইশত টাকা ও বিক্রয় করলেে একশত টাকা এবং ছাগল কিনলে ৬০ টাকা ও বিক্রয় করলে ৪০ টাকা করে নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রচন্ড রোদের কারণে বিভিন্ন জায়গার থেকে আসা পশুর ব্যাপারীদের যাতে কিছুটা কষ্ট লাঘব করা যায়, সে জন্য প্রথম দিনে পৌরসভার পক্ষ থেকে পশুর ব্যাপারীদের একটি করে ছাতা উপহার দেয়া হয়েছে। এছাড়াও হাটে নতুন কোন ব্যাপারী আসলে তাদেরও ছাতা দেয়া হবে বলে জানান মেয়র।
নড়াইলে ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি শুরু
পৌরসভার কাউন্সিলর কাজী জহিরুল হক, পৌরসভার কাউন্সিলর রেজাউল বিশ্বাস, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি সাইফুল ইসলামসহ পৌর কাউন্সিলর- কর্মকর্তা-কর্মচারি, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, গরু ব্যাপারী-ক্রেতারা এ সময় উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস