জেলা প্রতিনিধি, নড়াইল: জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, নড়াইলের আয়োজনে বেলুন উড়িয়ে এ টুর্নমেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেহেদী হাসান।
উদ্বোধনী খেলায় হবখালি আদর্শ মহাবিদ্যালয় ছয়-০ গোলে শাহাবাদ কামিল মাদ্রাসাকে পরাজিত করে। জেলার ১৬টি কলেজ এ টুর্নামেন্টে অংশগ্রহন করছে। ১২ জুলাই শুরু হওয়া এ টুর্নামেন্ট চলবে ১৫ জুলাই পর্যন্ত ।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস এর সভাপতিত্বে জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান,জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস,সরকারি কর্মকর্তা,বিভিন্ন কলেজের ক্রীড়া শিক্ষক- প্রতিযোগী,সাংবাদিকসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস/বি