জেলা প্রতিনিধি, পটুয়াখালী: বাংলাদেশ নৌবাহিনী ঘাাঁটি কানৌজা শের-ই-বাংলায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নৌবাহিনী কর্তৃক পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে গতকাল শনিবার দুপুরে ফলক উম্বোচন ,জাতীয় পতাকা , বেলুন ফেস্টুন এবং ফিতা কেটে বাংলাদেশ নৌবাহিনী ঘাাঁটি বানৌজা শের-ই-বাংলায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উদ্বোধন করেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
এ শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব, খেলার মাঠ, মাল্টিমিডিয়া ক্লাস রুম, লাইব্রেরি, ক্যান্টিনসহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এ স্কুল উদ্বোধনের মধ্য দিয়ে পটুয়াখালী এলাকার শিক্ষা ব্যবস্থা আধুনিকতার পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
এসময় তার সহ-ধর্মিনী বাংলাদেশ নৌপরিবার কল্যান সংঘ এর সভাপতি নাদিয়া সুলতানা,সহকারী নৌপ্রধান (পার্সোনেল),খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার , বরিশাল জেলার জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়াকমান্ডার এবং পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গন্যমান্য ব্যক্তিবর্গ,উচ্চ পদস্থ সামরিক ও অসামরিক বর্মবর্তাবৃন্দ,পরিচালনা পর্ষদের সদস্যগণ,শিক্ষক মন্ডলী, অভিভাবকও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নৌবাহিনী কর্তৃক স্কুলসমূহের তালিকায় নতুনভাবে সংযুক্ত হলো বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ।প্রষ্ঠিানটি সামরিক ও অসামরিক সর্বস্তরের ছেলেমেয়েদের আধুনিব শিক্ষায় শিক্ষিত ও স্বর্নিভর করে তুলবে।
স্বাআলো/এস/বি