দুবলারচরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের দুবলারচরে সুপেয় পানি ব্যবস্থাপনায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করেছেন র‍্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

এ সময় র‌্যাব-৬ এর অধীন দুবলার চরে নির্মিত র‌্যাবের একটি ক্যাম্প পরিদর্শন করেন।

রবিবার (২৬ নভেম্বর) এ উদ্বোধন ও র‌্যাব ক্যাম্প পরিদর্শনকালে র‌্যাবের ডিজি বলেন, র‌্যাব একটি এলিট ফোর্স। র‌্যাব সৃষ্টির পর থেকেই জঙ্গি ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের আস্থার জায়গা অর্জন করতে পেরেছে। সারাদেশে র‌্যাবের কার্যক্রম পরিচালনার জন্য ১৫টি ব্যাটালিয়ন রয়েছে, যা প্রতিনিয়ত আইন-শৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় কাজ করেছে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আইন-শৃঙ্খলার অবনতি রক্ষায় র‌্যাব বদ্ধপরিকর। সুন্দরবনে জলদস্যু ও বনদস্যুদের দমন এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে জোরদারের লক্ষ্যে ২০১৭ এর ২১ জুলাই র‌্যাব-৬ এর তত্বাবধানে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলাধীন সুন্দরবনের দুবলারচর এলাকায় অস্থায়ীভাবে একটি ক্যাম্প স্থাপন করা হয়। র‌্যাবের ক্রমাগত সাঁড়াশি অভিযানের ফলে মোট সুন্দরবনের ৩২৮ জন জলদস্যু বিভিন্ন সময়ে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত সুন্দরবন হিসেবে ঘোষণা করেন। প্রয়োজনীয়তা ও ভৌগলিক অবস্থানের গুরুত্ব হিসেবে সুন্দরবনের দুবলারচর ক্যাম্পটি স্পর্শকাতর হওয়ায় আরো অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দুবলার চরে র‌্যাবের নিজস্ব জায়গায় পরিকল্পিতভাবে র‌্যাব ক্যাম্প স্থাপনের সকল দাফতরিক কার্যক্রম সম্পন্ন হয়। ক্যাম্পটি আধুনিকায়নে সরকার কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩য় তলা বিশিষ্ঠ নতুন ক্যাম্প তৈরি করা হয়। সুন্দরবনের দুবলারচর মৎস্য আহরণের কেন্দ্রবিন্দু, হিন্দু ধর্মের পূণ্যস্নান, রাসমেলা এবং হরিণের জন্য বহুল পরিচিত হওয়ায় এখানে প্রতি বছর লাখের বেশি মানুষের সমাগম হয়। সুন্দরবন ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত এবং জীবনমানের উন্নয়ন হলেও জনবিচ্ছিন্ন বালুময় দুবলারচরে পূর্বে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা ছিলো না। ফলে দুবলারচরের সাধারণ মানুষ ও আগত পর্যটকদের প্রায়শই চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হত। ফলে মানবিক দৃষ্টিকোণ থেকে দুবলারচরের মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করার লক্ষ্যে র‌্যাব ফোর্সেসের তত্ত্বাবধানে দুবলারচরে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওয়াটার ট্টিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে দুবলার চরে শুটকী আহরণে নিয়োজিত সহস্রাধিক জেলে অংশ নেন।

দুবলারচর ফিশারম্যান গ্রুপের সভাপতি এসএম কামাল উদ্দিন জেলেদের বিভিন্ন সমস্যার কথা মহাপরিচালকের নিকট তুলে ধরেন বলে জানায় খুলনা র‌্যাব -৬ এর মিডিয়া সেল।

র‌্যাবের মহাপরিচালক জেলেদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল মাহাবুব আলম ও খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্ণেল ফিরোজ কবিরসহ র‌্যাবের উর্দ্ধতন অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত...

অশ্লীল অডিও-ভিডিও ফাঁস: চৌগাছা থানার ওসি পায়েল ক্লোজড, তদন্ত কমিটি গঠন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: অশ্লীল অডিও-ভিডিও ফাঁসের পর যশোরের চৌগাছা...

খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনার আলোচিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ি পলাশ‌ ও...

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...