বিএনপি-জামায়াতের তিনদিনের অবরোধের দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় বেড়েছে যান চলাচল। অবরোধ উপক্ষো করে বেড়েছে মানুষের চলাফেরাও।
বুধবার (১ নভেম্বর) একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
যশোরে অবরোধের প্রতিবাদে যুবলীগের মোটরসাইকেল টহল
আজ পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকই দেখছি। একটু পর পর বাস আসছে। তবে ভয়-তো একটু আছেই। কখন কী হয়ে যায়, বলা যায় না। কিন্তু চাকরি করলে ঘর থেকে বের না হয়েও উপায় নেই।
একজন পুলিশ কর্মকর্তা বলেন, যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা না হয় সে জন্য আমরা সতর্ক অবস্থানে আছি। আমাদের এ অবস্থান অব্যাহত থাকবে।
অবরোধ করতে এসে ছাত্রলীগের ধাওয়ায় পালালেন বিএনপির নেতাকর্মীরা
আজ সড়কে ব্যক্তিগত যান, মোটরসাইকেল ও রিকশার চলাচল বেশি দেখা গেছে।
স্বাআলো/এস